রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন ও পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন পূজামন্ডপে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন।
পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান, প্রশিক্ষিকা মোছা. আসমা খাতুন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, এ বছর পাংশা পৌরসভাসহ উপজেলায় মোট ১০১টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ১০১টি পূজামন্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৪৬৪ জন পুরুষ ও ২০২ জন মহিলা মোট ৬৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং
- পাংশা প্রতিনিধি
- আপডেট সময় ১০:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- ৩০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ