মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়।
সোমবার (২১ অক্টোবর) উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে।
জানা যায়, ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা (সাবেক সচিব) মিকাইল সিপারের ফিসারী ও ফার্মের দেখাশোনা করতেন একই গ্রামের বীরেন্দ্র মালাকার শুকু। সোমবার ফার্মের ভেতরে তার লাশ ঝুলে থাকতে দেখে শুকুর পরিবারে খবর দেন পথচারীরা। স্থানীয় জনপ্রতিনিধিসহ পরিবার ও এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
শুকু মালাকারের ভাই নান্টু মালাকার অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যা করে ফার্মে এনে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মিকাইল সিপারের ফার্ম-ফিসারীসহ সবকিছুর দেখাশোনা করে আসছেন। কুচক্রীমহল তার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তাকে প্রাণে মেরে ফেলছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য মো: মজিদ মিয়া জানান, লাশের অবস্থা এবং মোবাইল, জুতা ও অন্যান্য দৃশ্য দেখে মনে হচ্ছে শুকু মালাকারকে কেউ হত্যা করে এখানে ঝুলিয়ে রেখেছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।