কুমিল্লা শহরের পূর্ব বাগিচাঁগাও, ৭৮৪ নাম্বার বাসা, অগ্রগামী কটেজ, অ্যাপার্টমেন্টটিতে গত ১১দিন অর্থাৎ ৮ অক্টোবর থেকে এখনো পর্যন্ত পানি নেই। ফ্ল্যাটটিতে ২৪টা পরিবার থাকে, সেখানের বাসিন্দাদের থেকে আমরাই তথ্যটি জানতে পারি।
খবরটি জানার পর বাংলাদেশ সময়ের প্রতিনিধি সরেজমিনে গিয়ে তথ্যটির সত্যতা দেখতে পান। সেখানের কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে।
তারা বলেন, বিষয়টি আমরা আমাদের ফ্ল্যাট মালিকদেরকে জানাই। তারা সভাপতি এবং সেক্রেটারির সাথে কথা বলে আমাদেরকে জানান সহসাই পানির সমস্যা সমাধান হবে কিন্ত অদ্যবদি পানির সমস্যা সমাধান হয়নি। এমনকি একজন ভাড়াটিয়া পানির ব্যাপারে সেক্রেটারির কাছে জানতে চাইলে এতটাই খারাপ আচরণের এবং দুর্ব্যবহারের শিকার হয় উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং গত ১৫/১০/২০২৪ তারিখ রাতে আনুমানিক দেড়টায় উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, উনি ব্রেন স্ট্রোক করেছে।
উনার স্ত্রী এবং সন্তানদের সাথে কথা বলে জানা যায়, উনার আজকের এই অসুস্থতার জন্য দায়ী সেক্রেটারি রবি। উনি আবার ওনাদের ফ্ল্যাট মালিক।
আমরা বাসিন্দাদের থেকে আরো জানতে পারি, এই এপার্টমেন্টের অধিকাংশ পরিবারই শিক্ষিত এবং কর্মজীবী। এর মধ্যে একজন ফ্ল্যাট মালিক বলেন, আমরা শিক্ষিত হয়ে তাদের সকল অন্যায়, অত্যাচার সহ্য করে যাচ্ছি। কয়েকজন ফ্ল্যাট মালিকের নাম্বার নিয়ে সেই অনেকের সাথে কথা বলে এর সত্যতা জানতে পেরেছি। এর মধ্যে একজন ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে অবগত করেন পানি নেই বিধায়, আমি আজকে নয়দিন ধরে ঢাকায় অবস্থান করছি।
তিনি আরো বলেন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ কিভাবে চলে? আমার না হয় একটা সুযোগ আছে ঢাকায় থাকার এবং এর মধ্যে পূজার বন্ধ, তাই আমি ঢাকায় এসে থাকতে পারছি। কিন্তু আমি চিন্তা করছি, এখানে অন্য ভাড়াটিয়াদের কথা এবং অন্য মালিকদের কথা।
উনার কাছে আমরা আরো জানতে চাই, ফ্ল্যাট মালিক হয়ে আপনি কি সভাপতি এবং সেক্রেটারির সাথে এ বিষয়ে কোনো কথা বলেননি? তিনি আমাদেরকে জানান, না আমি কথা বলিনি। কারণ আমি জানি তারা আমার কথা শুনবে না। পূর্বেও অনেক বিষয়ে অনেক কথা বলেছি, আমার কোন কথাই তারা শোনেনি, অনেক পরামর্শ দিয়েছি সে পরামর্শ অনুযায়ী কাজ করেনি। আমরা ভয়ে আতঙ্কে আছি আপনারা জানেন কিছুদিন পূর্বে দীপ্ত টিভির একজন আপনাদের সংবাদকর্মীকে ফ্ল্যাট বিষয়ে হত্যা করা হয়েছে এবং কুমিল্লা শহরের রেসকোর্স এ শিশু ডাক্তার ডা. জহিরকে ও ফ্ল্যাট বিষয়ে হত্যা করা হয়। সেই ভয়ে এখন আমরাও নিরাপত্তাহীনতার ভয়ে বিতর্কে যেতে চাই না।
আমাদের ফ্লাটে মিটিং হয় নাম মাত্র। কিন্তু সেটা কখনো কার্যকরী হয় না, একটা ১০ তলা বিল্ডিং কমিউনিটি সেন্টারসহ এবং অনুমোদন ছিল ৮ তলা, এত বড় বিল্ডিং এ ১.৫ হর্সপাওয়ার মটর দিয়ে কিভাবে চলে? সেখানে আমরা পরামর্শ দিয়েছিলাম দুইটা মটর রাখার জন্য তা তারা শোনেনি। এরকম ঘটনা যে শুধু এবার হয়েছে, তা নয় পূর্বেও অনেক ঘটেছে।
একজন ফ্ল্যাট মালিক বলেন, আমি ২০১৯ সালে এ ফ্ল্যাটে উঠি তখন থেকে এ পর্যন্ত এঘটনা বহুবার হয়েছে। ওরা ওদের মত করে কাজ করবে। এখানে শুধু পানি না, কয়দিন পর পর লিফট পর্যন্ত নষ্ট হয়। সেটা মাসে দুইবার হয়, তিনবার হয়, সেটা আপনারা যদি ওখানের বাসিন্দাদেরকে জিজ্ঞেস করে থাকেন, এটা সত্যতা জানতে পারবেন। কিছুদিন আগে ১২দিন লিফট নষ্ট হয়ে , বন্ধ ছিল। এরকম বহু অন্যায় এবং বৈষম্যের স্বীকার আমরা। আমি যে আপনাদের কাছে এই বক্তব্য পেশ করেছি, পত্রিকার মাধ্যমে জানার পর তারা আমার সমস্যা করবে বা আমাকে নানাবিধ হয়রানি করতে পারে।
কয়েকজন ভাড়াটিয়া এবং মালিকদের সাথে কথা বলে জানতে পারি ঘটনাটা সত্য এখানে প্রায়ই পানি থাকে না কয়দিন পরপর লিফট নষ্ট হয়ে যায়। ইন্টারকমের লাইন নষ্ট আরো অনেক সমস্যা কোন সমস্যাই ফ্ল্যাট সমিতি সমাধান করে না কিন্তু মাসে মাসে ২৫০০ টাকা সার্ভিস চার্জ তাঁদের কাছ থেকে নিয়ে যায়।
এই মাত্র পাওয়াঃ
কুমিল্লা শহরে “অগ্রগামী রিয়েল এস্টেট” এপার্টমেন্ট ব্যবসার আড়ালে চলছে ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের সাথে নির্মম-অমানবিক নির্যাতন
- কুমিল্লা প্রতিনিধি
- আপডেট সময় ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- ৬৭১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ