অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে একটায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সফরের অংশ হিসেবে তারা সারাদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
কক্সবাজারে তারা উখিয়ার রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর উখিয়ায় এক লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এসময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
আজই কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরবেন তারা। শনিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে সংস্থাটির কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে হোটেলে ফিরে তিনি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এরপর সুশীল সমাজের প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব রমজানে সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা তার সফরের গুরুত্বপূর্ণ অংশ।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের জন্য বাজেট সংকোচনের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে উপস্থাপন করবে বাংলাদেশ। এ ছাড়া রাখাইন সীমান্তের বর্তমান পরিস্থিতি ও ত্রাণ সহায়তার বিষয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাত বছরের ব্যবধানে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর।