মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সঙ্গীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের শিল্পী এম এম রহমান, হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।
প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক ( অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, “৭ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি, মণিপুরী নৃত্যসহ বিভিন্ন সংস্কৃতি পরিবেশন করা হয়।”
I am really impressed with your writing talents as well as with the format for your blog. Is this a paid theme or did you customize it your self? Anyway keep up the excellent high quality writing, it’s rare to see a great blog like this one today!