ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন- নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। তাদের বাড়ি গৌরীপুর পৌরসভার ৯ ওয়ার্ডের বালুয়াপাড়া। তারা সহোদর দুই বোন বলেও জানা গেছে। তাদের পিতার নাম মৃত আ. আজিজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চলে। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
I am extremely inspired with your writing skills as smartly as with the format on your blog. Is this a paid subject matter or did you modify it yourself? Either way stay up the nice quality writing, it is uncommon to see a great blog like this one nowadays!