বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গরুসহ ২ চোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
জানা গেছে, বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের সার্বিক সহযোগিতায় থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়ে চোরচক্রের মূল হোতা বগুড়া জেলার, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ আদর্শ গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে কশাই ঠান্ডা মিয়া (৫৫), নাটের জেলার সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের পিতা মৃত রহিমুদ্দিনের ছেলে মো. দুলাল (৫৩) কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, ইতিপূর্বে ৪ জন চোরকে গ্রেপ্তার করা হলে তারা গরু চুরির সাথে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তি মুলক জবাব দিয়েছে।
তিনি আরো জানান, গাবতলীতে গরু চোরসহ কোনো অপরাধীকে স্থান দেয়া হবে না। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে থাকবে।
I’m extremely inspired with your writing abilities and also with the structure to your weblog. Is this a paid theme or did you modify it yourself? Anyway stay up the excellent quality writing, it’s uncommon to see a great weblog like this one nowadays!