শ্রীপুরে মরহুম শাহজাহান চঞ্চলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার ৭ নং ওয়ার্ডে অবস্থিত চন্নাপাড়া জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা সংলগ্ন অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ বেলা ১২:৩০ মিনিটে গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, চন্নাপাড়া বাইতুল আতিক জামে মসজিদের সাবেক সভাপতি ও অত্র জামিয়ার সাবেক আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মরহুম শাজাহান চঞ্চল সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছোট ভাই শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফ আলী নিজাম।
প্রধান অতিথি মরহুম শাজাহান চঞ্চলের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শাহজাহান চঞ্চল সাহেব শুধু গাজীপুর জেলায় নয় আমাদের সকলের শ্রদ্ধাভাজন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে স্মরণ করে তার মতো একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজল, গাজীপুর জেলা যুবদলের সদস্য এস এম পলাশ চাঞ্চল, কৃষক দল নেতা মামুন বেপারী সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও পৌর নেতৃবৃন্দ।
পরিশেষে, মরহুম শাহজাহান চঞ্চলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র জামিয়ার মুহতামিম জনাব মাওলানা সোহরাব আলী সাহেব।