ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
চাঁদপুরে ৪৪ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায় ভারতে পালানো নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করব: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে: যক্তরাষ্ট্র নিউইয়র্কে বাজিমাত ড. ইউনূসের কূটনৈতিক চালেঞ্জ আছে সরকারের একমুখী উদ্যোগে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, চাই জনসচেতনতাও: হাসান আরিফ মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা জামায়াতের আমির আহত পাংশায় ২৪’র ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা উপলক্ষে সাহিত্য সভা নিয়োগকর্তার প্রয়োজনে কর্মী নিবে হাড়ভাঙা পরিশ্রমের কাজে, সেখানে কেন টাকা দিয়ে যেতে হবে ? টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: কৃষি উপদেষ্টা যশোর জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময়
সংবাদ শিরোনামঃ
অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা গাজীপুর থেকে আরেক আসামি গ্রেপ্তার

গ্রেফতারকৃত আসামি মাহমুদুল হাসান রায়হান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হাসান রায়হান নামে এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার মাহমুদুল হাসান রায়হান গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন।

গাজীপুরের হোতাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভারের আশুলিয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রোববার ভোর আনুমানিক ৫ টার দিকে শিক্ষার্থী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, শামীম মোল্লা হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হবে তাকে। সেখানে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

গণপিটুনিতে নিহত শামীম আহমেদ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে তিনি মাস্টার্স পাস করেন। গত বুধবার বিকেল থেকে কয়েক দফায় মারধরে তিনি মারা যান। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আলোচিত এই ঘটনায় জাবির ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে জাবি প্রশাসন। এছাড়া ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ৪৪ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা গাজীপুর থেকে আরেক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হাসান রায়হান নামে এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার মাহমুদুল হাসান রায়হান গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন।

গাজীপুরের হোতাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভারের আশুলিয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রোববার ভোর আনুমানিক ৫ টার দিকে শিক্ষার্থী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, শামীম মোল্লা হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হবে তাকে। সেখানে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

গণপিটুনিতে নিহত শামীম আহমেদ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে তিনি মাস্টার্স পাস করেন। গত বুধবার বিকেল থেকে কয়েক দফায় মারধরে তিনি মারা যান। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আলোচিত এই ঘটনায় জাবির ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে জাবি প্রশাসন। এছাড়া ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।