জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হাসান রায়হান নামে এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতার মাহমুদুল হাসান রায়হান গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন।
গাজীপুরের হোতাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভারের আশুলিয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রোববার ভোর আনুমানিক ৫ টার দিকে শিক্ষার্থী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, শামীম মোল্লা হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হবে তাকে। সেখানে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
গণপিটুনিতে নিহত শামীম আহমেদ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে তিনি মাস্টার্স পাস করেন। গত বুধবার বিকেল থেকে কয়েক দফায় মারধরে তিনি মারা যান। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আলোচিত এই ঘটনায় জাবির ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে জাবি প্রশাসন। এছাড়া ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।