৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৩৫০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন ৯০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
এছাড়া, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সঠিক সনদ ও কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭, তথ্য ক্যাডারে ১০, ডাক ক্যাডারে ২৩, বাণিজ্য ক্যাডারে ৬, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭, খাদ্য ক্যাডারে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।