ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ মিরপুরে ‘বসন্ত ঈদ উৎসব ২০২৫’ মেলা, থাকছে দেশি-বিদেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ২০০১ সালের পরে দেশে যা নির্বাচন হয়েছে, তা তামাশার নির্বাচন হয়েছে: এম নাসের রহমান রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি মুক্তাগাছায় পশুর হাটে হামলা, ইজারার লক্ষাধিক টাকা লুট পাবনা পৌরসভার সাপ্লাই পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ শহরবাসী জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা সামাধান করতে হবে: মাওলানা মুসা বিন ইযহার বগুড়ায় গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই নরসিংদীতে অর্ধগলিত লাশ উদ্ধার পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দিয়ে  চাঁদার দাবির প্রতিবাদে মানববন্ধন লক্ষ্মীপুরে সেমাই উৎপাদনে ক্ষতিকারক রং, ব্যবসায়ীকে জরিমানা লাখ টাকা তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

সরকার সকাল বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে, জনগণের ভাষা তারা বোঝে না: গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকাল বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে। ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বোঝেন না, আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু অবাধ একটি নির্বাচন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবি রয়েছে তারা রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। দেশ কিভাবে চলছে কেউ জানে না। প্রশাসন কাজ করছে না।

তিনি আরও বলেন, ১৭ বছর আন্দোলনে আমরা পিছুপা হয়নি। বরং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দল। আওয়ামী লীগের দুঃশাসনে জেল জুলুম নির্যাতনের পরও আমাদের নেত্রী মাথা নত করেনি।

তিনি বলেন, ছয়টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের  ঘোষিত ৩১ দফাই হচ্ছে সংস্কার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছেই। একজন কৃষক ফসলের তার ন্যায্য মূল্য পাচ্ছে না। দাম কমানোর কোনো পদক্ষেপেই নিচ্ছে না এই সরকার। এই সরকার জনগণের ভাষা বোঝে না। কেমনেই বা বুঝবে, তারাতো জনগণের সরকার না। জনগণের ভাষা হচ্ছে সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা। এই কাজ যদি আপনারা (অন্তবর্তীকালীন সরকার) করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটাধিকার মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই। ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু তাকে ঘিরে রয়েছে কিছু বুদ্ধিজীবী। কোনো কিছু খারাপ চিন্তা না করে দেশের মানুষের কথা ভেবে নির্বাচন দেয়াই প্রযোজ্য।

তিনি আরও বলেন, দেশের পুলিশ স্বয়ংক্রিয় নয় প্রশাসনও তেমন কাজ করছে না, দেশ কিভাবে চলছে তা আল্লাহ জানেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ জনসমাবেশ।

বক্তব্যে তিনি বলেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তবর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নিবে না বিএনপি।

লালমনিরহাট জেলা বিএনপির  আয়োজনে এই জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল হক। এছাড়া, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনূসসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ

Verified by MonsterInsights

সরকার সকাল বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে, জনগণের ভাষা তারা বোঝে না: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ১০:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকাল বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে। ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বোঝেন না, আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু অবাধ একটি নির্বাচন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবি রয়েছে তারা রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। দেশ কিভাবে চলছে কেউ জানে না। প্রশাসন কাজ করছে না।

তিনি আরও বলেন, ১৭ বছর আন্দোলনে আমরা পিছুপা হয়নি। বরং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দল। আওয়ামী লীগের দুঃশাসনে জেল জুলুম নির্যাতনের পরও আমাদের নেত্রী মাথা নত করেনি।

তিনি বলেন, ছয়টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের  ঘোষিত ৩১ দফাই হচ্ছে সংস্কার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছেই। একজন কৃষক ফসলের তার ন্যায্য মূল্য পাচ্ছে না। দাম কমানোর কোনো পদক্ষেপেই নিচ্ছে না এই সরকার। এই সরকার জনগণের ভাষা বোঝে না। কেমনেই বা বুঝবে, তারাতো জনগণের সরকার না। জনগণের ভাষা হচ্ছে সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা। এই কাজ যদি আপনারা (অন্তবর্তীকালীন সরকার) করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটাধিকার মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই। ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু তাকে ঘিরে রয়েছে কিছু বুদ্ধিজীবী। কোনো কিছু খারাপ চিন্তা না করে দেশের মানুষের কথা ভেবে নির্বাচন দেয়াই প্রযোজ্য।

তিনি আরও বলেন, দেশের পুলিশ স্বয়ংক্রিয় নয় প্রশাসনও তেমন কাজ করছে না, দেশ কিভাবে চলছে তা আল্লাহ জানেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ জনসমাবেশ।

বক্তব্যে তিনি বলেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তবর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নিবে না বিএনপি।

লালমনিরহাট জেলা বিএনপির  আয়োজনে এই জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল হক। এছাড়া, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনূসসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।