সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে উপস্থিত আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
হত্যাচেষ্টা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করার পর তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, “আমি খুব সরি স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীদের কাছে ক্ষমা চাচ্ছি।”
শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার প্রসিকিউটর ওমর ফারুক শুনানিতে বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করেছেন এবং নিজেকে অবৈধভাবে এমপি হিসেবে দাবি করেছেন। এছাড়াও, তিনি ফেসবুকে বিভিন্ন সমস্যার কৃত্রিম চিত্র তুলে ধরে প্রতারণা করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়, যিনি হবিগঞ্জের মাধবপুর যুবদলের সিনিয়র সহ-সভাপতি।
এ ঘটনায় হৃদয় ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ব্যারিস্টার সুমন ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখিত। পুলিশ সোমবার রাতে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।