‘পর্যটন শান্তির সোপান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখো জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে জয়পুরহাটে পর্যটন শিল্পের বিকাশ ও উন্নতির স্বার্থে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালিসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাসুদুর রহমান, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুব উল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা- ‘এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন প্রমুখ।