বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার মন্তব্যে তার মনে খটকা লাগে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি আশা করি, উপদেষ্টারা সরকারের দায়িত্বে আছেন, এমন কোনো কথা বলবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়।”
তিনি উল্লেখ করেন, লোকাল গভর্নমেন্টের উপদেষ্টা হাসান আরিফের মন্তব্য—”চার বছর সরকারের মেয়াদ”—বিবেচনায় আনা উচিত নয়। তিনি বলেন, “যিনি ক্ষমতায় আছেন, তিনি যদি বলেন যে, সরকারের মেয়াদ চার বছর হবে, তাহলে সেটা জনগণের ওপর চাপ সৃষ্টি করে।”
মির্জা ফখরুল দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার ব্যাখ্যা দিয়ে বলেন, “নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না।” তিনি সংবিধান অনুযায়ী সংস্কার প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, “নির্বাচন যত তাড়াতাড়ি হবে, তত দেশের জন্য মঙ্গল।”
তিনি বাংলাদেশের অসাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক আন্দোলনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমরা লক্ষ্য করছি, সম্প্রদায়ের মধ্যে বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা চলছে।”
সভায় অন্যান্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।