ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ইলন মাস্কের সন্তানদের উপহার দিলেন মোদি আজ পবিত্র শবে বরাত সুন্দরবন দিবস আজ বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবস আজ পাকিস্তান পৌঁছেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণই সিদ্ধান্ত নেবে কোন দল নিষিদ্ধ হবে: মির্জা ফখরুল বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি সাকের, সাধারণ সম্পাদক ফাত্তাহ মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” এর পরিবর্তিত নাম “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়” বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নবীনগর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শান্তি, সাধারণ সম্পাদক উজ্জ্বল

বরেন্দ্রর সহকারী প্রকৌশলীর তালবাহানায় চাঁপাইনগর গভীর নলকূপটি চালু হয়নি, হতাশায় কৃষক

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলমের তালবাহানার কারণে এখনো পর্যন্ত চাঁপাইনগরের গভীর নলকূপটি চালু হয়নি বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। গভীর নলকূপটি চালু না হওয়ায় এলাকার কৃষকরা ইরি-বোরো চাষাবাদ করতে পারছেন না। চাষাবাদ নিয়ে হতাশায় রয়েছেন তারা।

অপারেটর নিয়োগ হওয়ার পরও গভীর নলকূপের সংযোগ না পাওয়ার কারণে নব নির্বাচিত অপারেট জোহানুর ইসলামকে বহাল রেখে গভীর নলকূপটি চালুর জন্য বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরাবর গত ২১ জানুয়ারি একটি আবেদন করেছে এলাকার কৃষকরা। তার অনুলিপি দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক, জোনাল অফিস বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ-১, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও বদলগাছী প্রেসক্লাবকে।

আবেদন সূত্রে জানা যায়, ২নং মথরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মৌজার জেএল নং-২৫, দাগ নং-২৯৪ স্থাপনকৃত বরেন্দ্রের গভীর নলকূপটি পরিচালনার জন্য গত ৩১ ডিসেম্বর ঐ গ্রামের জোহানুর ইসলামকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসেবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করেন। নব নির্বাচিত অপারেটর জোহানুর ইসলামকে বহাল রাখতে এলাকার ৭২ জন কৃষক স্বাক্ষর প্রদান করেন।

অভিযোগ পেয়ে সরেজমিনে চাঁপাইনগর এলাকায় গিয়ে প্রায় ২৫/৩০ জন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, ইতোপূর্বে স্বৈরাচার সরকার হাসিনার সময় আমরা কৃষকরা ঠিক মতো কথা বলতে পারিনি। আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও অপারেটর বদলাতে পারিনি। কিন্তু সরকার পতনের পর আমরা এলাকার কৃষকগণ সবাই মিলে অপারেটর পরিবর্তন জন্য আবেদন করি। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১শে ডিসেম্বর আমাদের সবার পছন্দের কৃষক জোহানুর ইসলামকে বরন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসাবে নিয়োগ দেয়। এর মাঝে শামিউল ইসলাম নামের এক কুচক্রী ব্যক্তি সাবেক মাথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সহযোগিতায় আবারও এই নলকুপের অপারেটর বদলাতে চেষ্টা করছে স্বার্থ হাসিলের জন্য। আর এই টিপু চৌধুরীর কথা মতো চলছে বদলগাছী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলম। চাঁপাইনগর গভীর নলকূপটি চালুর জন্য আমরা সব কৃষকগণ গত ১৫ জানুয়ারি একটি সভার আয়োজন করি। সে সভায় সবার সম্মতিক্রমে আমরা আক্কাস আলীকে সভাপতি করে মোট ১৬ জনের একটি কমিটি করি এবং সেটি বদলগাছী বরেন্দ্র অফিসে জমা দেয়। আমরা এলাকার কৃষক আমরা জানি কে অপারেটর হলে আমাদের ভালো হবে। আমারা জোহানুর ইসলামকে চাই। সে নিজেই এই নলকূপ চালাবে।

চাঁপাইনগর গভীর নলকূপের কৃষক ও বর্তমান মথুরাপুর ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার ঐখানে ৭ বিঘা জমি রয়েছে। ঐ নলকূপে এখনো কোনো সংযোগ পায়নি। তাই পনি না পাওয়ায় চাষাবাদ করতে পারিনি। অপারেটরতো নিয়োগ হয়েছে, তাহলে সংযোগ পায়নি কেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, শামিউল নামের এক কুচক্রী ব্যক্তির হয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরীর চাঁপে বরেন্দ্রর সহকারী প্রকৌশলী নব নিয়োগকৃত আপারেটরকে সংযোগের কাগজ দিচ্ছে না। তাই নলকূপটি চালু হচ্ছে না।

কমিটির সভাপতি আক্কাস আলীসহ কৃষক নজরুল, তোফাজ্জল ও এনামুল বলেন, এই নলকূপে বর্তমানে ১৬০ বিঘা জমি রয়েছে। সংযোগ না পাওয়ায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে আমরা কৃষকরা হতাশার মধ্যে রয়েছি। অপারেটরসহ আমরা কমিটির লোকজন ও এলাকার কৃষকরা সংযোগের জন্য কয়েকবার বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলীর কাছে গেলেও তিনি অপারেটর ঠিক রেখে টিপু চৌধুরীর পছন্দের ব্যক্তি শামিউলকে গভীর নলকূপটি পরিচালনার জন্য দায়িত্ব দিতে বলেন। তাতে আমরা রাজি হয়নি তাই সংযোগের কাগজ দিচ্ছে না।

শামিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আপনি বোঝেন না। আমার পিছনে কে আছে। আপনার ঐ নলকূপে নাকি ৫ কাঠা জমি রয়েছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। কোনো কৃষকতো আপনাকে চাচ্ছে না বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সময়ে দেখা যাবে।

বিষয়গুলো নিয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কারো পক্ষে সুপারিশ করিনি। তবে আমি উভয়কে মিলেমিশে গভীর নলকূপটি চালাতে বলেছি।

চাঁপাইনগর গভীর নলকূপের সংযোগের কাগজটি কেন অপারেটরকে দিচ্ছেন না বলে জানতে চাইলে সেচ কমিটির সদস্য সচিব বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম (অঃদাঃ) দাম্ভিকতার সুরে বাংলাদেশ সময়কে বলেন, মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরী বলেছিলেন তাই।

তার কথা মতোই কি আপনাদের অপারেটর নিয়োগ বা গভীর নলকূপের সংযোগের কাগজ দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, আপনি আমাকে চার্জ করতে পারেন না।

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, আমি বিষয়টি দেখবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

Verified by MonsterInsights

বরেন্দ্রর সহকারী প্রকৌশলীর তালবাহানায় চাঁপাইনগর গভীর নলকূপটি চালু হয়নি, হতাশায় কৃষক

আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নওগাঁর বদলগাছীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলমের তালবাহানার কারণে এখনো পর্যন্ত চাঁপাইনগরের গভীর নলকূপটি চালু হয়নি বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। গভীর নলকূপটি চালু না হওয়ায় এলাকার কৃষকরা ইরি-বোরো চাষাবাদ করতে পারছেন না। চাষাবাদ নিয়ে হতাশায় রয়েছেন তারা।

অপারেটর নিয়োগ হওয়ার পরও গভীর নলকূপের সংযোগ না পাওয়ার কারণে নব নির্বাচিত অপারেট জোহানুর ইসলামকে বহাল রেখে গভীর নলকূপটি চালুর জন্য বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরাবর গত ২১ জানুয়ারি একটি আবেদন করেছে এলাকার কৃষকরা। তার অনুলিপি দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক, জোনাল অফিস বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ-১, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও বদলগাছী প্রেসক্লাবকে।

আবেদন সূত্রে জানা যায়, ২নং মথরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মৌজার জেএল নং-২৫, দাগ নং-২৯৪ স্থাপনকৃত বরেন্দ্রের গভীর নলকূপটি পরিচালনার জন্য গত ৩১ ডিসেম্বর ঐ গ্রামের জোহানুর ইসলামকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসেবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করেন। নব নির্বাচিত অপারেটর জোহানুর ইসলামকে বহাল রাখতে এলাকার ৭২ জন কৃষক স্বাক্ষর প্রদান করেন।

অভিযোগ পেয়ে সরেজমিনে চাঁপাইনগর এলাকায় গিয়ে প্রায় ২৫/৩০ জন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, ইতোপূর্বে স্বৈরাচার সরকার হাসিনার সময় আমরা কৃষকরা ঠিক মতো কথা বলতে পারিনি। আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও অপারেটর বদলাতে পারিনি। কিন্তু সরকার পতনের পর আমরা এলাকার কৃষকগণ সবাই মিলে অপারেটর পরিবর্তন জন্য আবেদন করি। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১শে ডিসেম্বর আমাদের সবার পছন্দের কৃষক জোহানুর ইসলামকে বরন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসাবে নিয়োগ দেয়। এর মাঝে শামিউল ইসলাম নামের এক কুচক্রী ব্যক্তি সাবেক মাথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সহযোগিতায় আবারও এই নলকুপের অপারেটর বদলাতে চেষ্টা করছে স্বার্থ হাসিলের জন্য। আর এই টিপু চৌধুরীর কথা মতো চলছে বদলগাছী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলম। চাঁপাইনগর গভীর নলকূপটি চালুর জন্য আমরা সব কৃষকগণ গত ১৫ জানুয়ারি একটি সভার আয়োজন করি। সে সভায় সবার সম্মতিক্রমে আমরা আক্কাস আলীকে সভাপতি করে মোট ১৬ জনের একটি কমিটি করি এবং সেটি বদলগাছী বরেন্দ্র অফিসে জমা দেয়। আমরা এলাকার কৃষক আমরা জানি কে অপারেটর হলে আমাদের ভালো হবে। আমারা জোহানুর ইসলামকে চাই। সে নিজেই এই নলকূপ চালাবে।

চাঁপাইনগর গভীর নলকূপের কৃষক ও বর্তমান মথুরাপুর ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার ঐখানে ৭ বিঘা জমি রয়েছে। ঐ নলকূপে এখনো কোনো সংযোগ পায়নি। তাই পনি না পাওয়ায় চাষাবাদ করতে পারিনি। অপারেটরতো নিয়োগ হয়েছে, তাহলে সংযোগ পায়নি কেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, শামিউল নামের এক কুচক্রী ব্যক্তির হয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরীর চাঁপে বরেন্দ্রর সহকারী প্রকৌশলী নব নিয়োগকৃত আপারেটরকে সংযোগের কাগজ দিচ্ছে না। তাই নলকূপটি চালু হচ্ছে না।

কমিটির সভাপতি আক্কাস আলীসহ কৃষক নজরুল, তোফাজ্জল ও এনামুল বলেন, এই নলকূপে বর্তমানে ১৬০ বিঘা জমি রয়েছে। সংযোগ না পাওয়ায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে আমরা কৃষকরা হতাশার মধ্যে রয়েছি। অপারেটরসহ আমরা কমিটির লোকজন ও এলাকার কৃষকরা সংযোগের জন্য কয়েকবার বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলীর কাছে গেলেও তিনি অপারেটর ঠিক রেখে টিপু চৌধুরীর পছন্দের ব্যক্তি শামিউলকে গভীর নলকূপটি পরিচালনার জন্য দায়িত্ব দিতে বলেন। তাতে আমরা রাজি হয়নি তাই সংযোগের কাগজ দিচ্ছে না।

শামিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আপনি বোঝেন না। আমার পিছনে কে আছে। আপনার ঐ নলকূপে নাকি ৫ কাঠা জমি রয়েছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। কোনো কৃষকতো আপনাকে চাচ্ছে না বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সময়ে দেখা যাবে।

বিষয়গুলো নিয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কারো পক্ষে সুপারিশ করিনি। তবে আমি উভয়কে মিলেমিশে গভীর নলকূপটি চালাতে বলেছি।

চাঁপাইনগর গভীর নলকূপের সংযোগের কাগজটি কেন অপারেটরকে দিচ্ছেন না বলে জানতে চাইলে সেচ কমিটির সদস্য সচিব বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম (অঃদাঃ) দাম্ভিকতার সুরে বাংলাদেশ সময়কে বলেন, মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরী বলেছিলেন তাই।

তার কথা মতোই কি আপনাদের অপারেটর নিয়োগ বা গভীর নলকূপের সংযোগের কাগজ দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, আপনি আমাকে চার্জ করতে পারেন না।

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, আমি বিষয়টি দেখবো।