পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় নীলফামারী জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণমিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে পতিত স্বৈরাচারী সরকারের গুম, খুন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তারা অবিলম্বে স্বৈরাচারী হাসিনা ও তার দোষরদের আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনটির নেতারা।