ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০ সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আনোয়ার বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন মির্জাপুরে তৃতীয়বারের মতো অভিযান চালিয়ে ৭ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন নীলফামারীতে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের কুমিল্লা জোন উদ্বোধন নরসিংদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন, ১০ লাখ টাকা উদ্ধারসহ ৪ আসামী আটক নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পুনাক মেলা ২০২৫ শুরু মাঠের পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ আসামি রিমান্ডে  চলমান আন্দোলনের মধ্যে তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম দিনেই তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জিএমপির তথ্য অনুযায়ী, নিহত তিন মুসল্লি হলেন- আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। এর মধ্যে আবদুল কুদ্দুস ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেছেন, এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। এবারের ইজতেমা মাঠে ৬৮টি খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা এবং ইজতেমা ও জুমার নামাজ উপলক্ষে আশপাশের এলাকা ছাড়াও প্রায় পাঁচ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এবারের ইজতেমায় ৪৬টি দেশের বিদেশি মুসল্লি অংশগ্রহণ করছেন। নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়া, ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকও কাজ করছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লি অংশ নিচ্ছেন, দ্বিতীয় পর্বে প্রায় ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

Verified by MonsterInsights

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

আপডেট সময় ০৭:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম দিনেই তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জিএমপির তথ্য অনুযায়ী, নিহত তিন মুসল্লি হলেন- আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। এর মধ্যে আবদুল কুদ্দুস ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেছেন, এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। এবারের ইজতেমা মাঠে ৬৮টি খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা এবং ইজতেমা ও জুমার নামাজ উপলক্ষে আশপাশের এলাকা ছাড়াও প্রায় পাঁচ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এবারের ইজতেমায় ৪৬টি দেশের বিদেশি মুসল্লি অংশগ্রহণ করছেন। নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়া, ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকও কাজ করছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লি অংশ নিচ্ছেন, দ্বিতীয় পর্বে প্রায় ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।