যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বুধবার রাতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে একটি আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এ ঘটনায় অনেক হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং এতে একাধিক প্রাণহানি ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, “বিমানটি বিমানবন্দরের দিকে নিখুঁতভাবে চলছিল, তবে হেলিকপ্টারটি সরাসরি বিমানের সামনে চলে আসে। এটি কেন উঁচু বা নিচু হয়ে যাওয়ার চেষ্টা করেনি, অথবা কন্ট্রোল টাওয়ার থেকে কেন হেলিকপ্টারটিকে নির্দেশনা দেওয়া হয়নি, তা সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি।”
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এই দুর্ঘটনা অতিক্রম করা সম্ভব ছিল এবং এটি এড়ানোও যেত যদি সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হতো।” তিনি দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা করছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনও কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে খুব শিগগিরই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বুধবার রাতে পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যান বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তখন এটি একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। দুর্ঘটনায় তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন। ওয়াশিংটনের রিগ্যান বিমানবন্দর এলাকায় দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং কর্তৃপক্ষ দ্রুত তথ্য সরবরাহ করতে কাজ করছে।