রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দনিয়া কলেজের সাবেক ছাত্র মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। তারা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
তাদের এই বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজের সামনে মিনহাজুল ইসলামের উপর হামলা চালানো হয় এবং তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত মিনহাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সাথে কদমতলীর সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায় বসবাস করতেন। মিনহাজুল একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন এবং তার বাবা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা মানববন্ধনও করেন এবং স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখতে থাকেন, যা শহরের যান চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করে।
এদিকে, স্থানীয় পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছে।