ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবস আজ পাকিস্তান পৌঁছেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণই সিদ্ধান্ত নেবে কোন দল নিষিদ্ধ হবে: মির্জা ফখরুল বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি সাকের, সাধারণ সম্পাদক ফাত্তাহ মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” এর পরিবর্তিত নাম “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়” বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নবীনগর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শান্তি, সাধারণ সম্পাদক উজ্জ্বল অবৈধভাবে পুকুর খননের মাটি বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা মাগুরায় “ডেভিল হান্ট” অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

পছন্দের ক্লিনিকে টেস্ট না করায় রিপোর্ট ছুড়ে ফেললেন ডাক্তার

  • প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে এক রোগীর প্রতিবেদন ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগী ও তার স্বজনদের দাবি, তিনি ক্লিনিক পছন্দের না হওয়ায় প্রতিবেদনটি গ্রহণ না করে উড়িয়ে দেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারি), যখন শরীয়তপুর সদর উপজেলার দড়ির হাওলা এলাকার এসকান চৌকিদার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার স্বজনরা তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস রোগীকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন এবং একটি নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে পরীক্ষাগুলো করানোর পরামর্শ দেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে রোগীর স্বজনরা ওই ক্লিনিকে না গিয়ে অন্য একটি ক্লিনিকে পরীক্ষা করান এবং পরবর্তীতে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসকের কাছে তা দেখানোর চেষ্টা করেন।

তবে, অভিযুক্ত চিকিৎসক সেগুলো দেখবেন না বলে প্রতিবেদনটি ছুড়ে ফেলে দেন। রোগীর ছেলে হেদায়েত বলেন, “আমরা অসুস্থ বাবাকে চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু চিকিৎসক সঠিক সেবা না দিয়ে প্রতিবেদন ছুড়ে ফেলেছেন এবং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।”

এছাড়া, শরীয়তপুর সদর হাসপাতালের আরেক চিকিৎসাসেবা নিতে আসা রোগী লিখন জানান, “সরকারি হাসপাতালের চিকিৎসকরা মাঝে মাঝে নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য চাপ দেন, অন্য কোথাও পরীক্ষার প্রতিবেদন নিলে তারা তা গ্রহণ করেন না। এতে দরিদ্র রোগীরা সমস্যায় পড়েন।”

এদিকে, অভিযুক্ত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এ বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি, তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আকরাম এলাহী এ বিষয়ে জানান, “বিষয়টি সম্পর্কে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। সঠিক চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং সেবা ব্যবস্থার উন্নয়ন করবো।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবস আজ

Verified by MonsterInsights

পছন্দের ক্লিনিকে টেস্ট না করায় রিপোর্ট ছুড়ে ফেললেন ডাক্তার

আপডেট সময় ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে এক রোগীর প্রতিবেদন ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগী ও তার স্বজনদের দাবি, তিনি ক্লিনিক পছন্দের না হওয়ায় প্রতিবেদনটি গ্রহণ না করে উড়িয়ে দেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারি), যখন শরীয়তপুর সদর উপজেলার দড়ির হাওলা এলাকার এসকান চৌকিদার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার স্বজনরা তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস রোগীকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন এবং একটি নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে পরীক্ষাগুলো করানোর পরামর্শ দেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে রোগীর স্বজনরা ওই ক্লিনিকে না গিয়ে অন্য একটি ক্লিনিকে পরীক্ষা করান এবং পরবর্তীতে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসকের কাছে তা দেখানোর চেষ্টা করেন।

তবে, অভিযুক্ত চিকিৎসক সেগুলো দেখবেন না বলে প্রতিবেদনটি ছুড়ে ফেলে দেন। রোগীর ছেলে হেদায়েত বলেন, “আমরা অসুস্থ বাবাকে চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু চিকিৎসক সঠিক সেবা না দিয়ে প্রতিবেদন ছুড়ে ফেলেছেন এবং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।”

এছাড়া, শরীয়তপুর সদর হাসপাতালের আরেক চিকিৎসাসেবা নিতে আসা রোগী লিখন জানান, “সরকারি হাসপাতালের চিকিৎসকরা মাঝে মাঝে নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য চাপ দেন, অন্য কোথাও পরীক্ষার প্রতিবেদন নিলে তারা তা গ্রহণ করেন না। এতে দরিদ্র রোগীরা সমস্যায় পড়েন।”

এদিকে, অভিযুক্ত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এ বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি, তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আকরাম এলাহী এ বিষয়ে জানান, “বিষয়টি সম্পর্কে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। সঠিক চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং সেবা ব্যবস্থার উন্নয়ন করবো।”