ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সংস্কার নিয়ে কাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা: আদিলুর রহমান খান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরস্কার তহবিল ৫৩% বৃদ্ধি বাংলাদেশের প্রসঙ্গে যা বললেন ট্রাম্প আমিরাত প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় ইলন মাস্কের সন্তানদের উপহার দিলেন মোদি আজ পবিত্র শবে বরাত সুন্দরবন দিবস আজ বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবস আজ পাকিস্তান পৌঁছেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণই সিদ্ধান্ত নেবে কোন দল নিষিদ্ধ হবে: মির্জা ফখরুল বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি সাকের, সাধারণ সম্পাদক ফাত্তাহ মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সচিবালয় অভিমুখে যাত্রা

ভিকটিম পরিবারের একজন সড়কে শুয়ে রাস্তা আটকে রেখেছেন। ছবি: সংগৃহীত

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন তারা। আন্দোলনকারীরা গনি রোডে প্রবেশের পর পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হন। পুলিশের বাঁধার মুখে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে ফেলেন।

চাকরিচ্যুত এক পুলিশ সদস্য (এসআই পদমর্যাদা) জানান, “আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পড়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা আর নেই, তাহলে আমাদের চাকরি কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না?”

আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, “আমরা গত ছয় মাস ধরে চাকরি পুনর্বহালের আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি তুলে ধরেছি। পরে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের দাবি যৌক্তিক বলে মনে করেন এবং চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও চাকরি ফিরে পাইনি। তাই আবার আন্দোলন শুরু করেছি, চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আগের দিন ২৯ জানুয়ারি দিনব্যাপী আন্দোলনের পর, নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ‘ভিকটিম পুলিশ পরিবার’ সংগঠনের মুখপাত্র তৌহিদ হোসেন বিকেল ৫টা ১৫ মিনিটে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন। গত বছরের ১৮ আগস্ট তারা চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন, তবে তখন তাদের চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তাদের চাকরি ফেরত না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

Verified by MonsterInsights

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সচিবালয় অভিমুখে যাত্রা

আপডেট সময় ০৫:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন তারা। আন্দোলনকারীরা গনি রোডে প্রবেশের পর পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হন। পুলিশের বাঁধার মুখে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে ফেলেন।

চাকরিচ্যুত এক পুলিশ সদস্য (এসআই পদমর্যাদা) জানান, “আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পড়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা আর নেই, তাহলে আমাদের চাকরি কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না?”

আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, “আমরা গত ছয় মাস ধরে চাকরি পুনর্বহালের আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি তুলে ধরেছি। পরে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের দাবি যৌক্তিক বলে মনে করেন এবং চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও চাকরি ফিরে পাইনি। তাই আবার আন্দোলন শুরু করেছি, চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আগের দিন ২৯ জানুয়ারি দিনব্যাপী আন্দোলনের পর, নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ‘ভিকটিম পুলিশ পরিবার’ সংগঠনের মুখপাত্র তৌহিদ হোসেন বিকেল ৫টা ১৫ মিনিটে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন। গত বছরের ১৮ আগস্ট তারা চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন, তবে তখন তাদের চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তাদের চাকরি ফেরত না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামলেন।