বাংলাদেশের মোট জনসংখ্যার ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। শহরে যেখানে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ, সেখানে গ্রামে এটি ২০ শতাংশেরও বেশি। এটি উঠে এসেছে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদন থেকে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল তৈরি করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে প্রকাশিত এই প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
প্রতিবেদন অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। অন্যদিকে, সবচেয়ে কম ১৫ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। এছাড়া, ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। তবে, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার কমেছে।
বিশেষ করে মাদারীপুরের ডাসার উপজেলায় সবচেয়ে বেশি ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের বসবাস, যা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ‘খানা আয় ও ব্যয় জরিপ ২০২২’-এ দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হিসেবে রিপোর্ট করা হয়েছিল, যা এই প্রতিবেদনে সামান্য বৃদ্ধি পেয়ে ১৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
দারিদ্র্যের এই চিত্রের পাশাপাশি, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়াসের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা এখন আরও প্রকট হয়ে উঠেছে।