সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে নতুন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, সিরিয়ার সংবিধান স্থগিত এবং একটি নতুন অস্থায়ী আইন পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ) এ তথ্য জানিয়েছে।
সানা প্রতিবেদনে জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট আল-শারাকে অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, যা নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে। সিরিয়ার নতুন সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল ঘানি এই ঘোষণাটি করেন।
এছাড়া, আবদেল ঘানি দেশের বিদ্যমান সশস্ত্র বাহিনী বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে, সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। এর ফলে, বাশার আল-আসাদের অধীনে চলা সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থাগুলো এবং সিরিয়া শাসনকারী বাথ পার্টির বিলুপ্তি ঘটেছে।
এই সিদ্ধান্তগুলোর ঘোষণাটি দামেস্কে অনুষ্ঠিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বৈঠকে দেয়া হয়। উল্লেখ্য, গত মাসে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে এবং আসাদ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন আহমেদ আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। আসাদ সরকারের পতনের পর, আল-শারার নেতৃত্বে এই গ্রুপটি ডি ফ্যাক্টো সরকারে পরিণত হয় এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করে, যা মূলত স্থানীয় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত।
আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিদ দামেস্ক থেকে জানান, “গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতের চলার পথকে আরও স্পষ্ট করেছে। তবে, অন্তর্বর্তী সরকার কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়।”