ফের পর্দায় একসঙ্গে নাগা চৈতন্য এবং সাই পল্লবী। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল তাদের অভিনীত ‘থান্ডেল’ সিনেমার ট্রেলার। মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে ট্রেলারটি এবং ছবির কলাকুশলীরা প্রশংসিত হচ্ছেন।
চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত ‘থান্ডেল’ চলচ্চিত্রটি শ্রীকাকুলামের জেলেদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। সিনেমার গল্প শ্রীকাকুলামের জেলেদের ওপর, যেখানে একটি দুর্ঘটনায় ভারতীয় জেলেরা পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং সেখানে পাকিস্তানি বাহিনী তাদের আটক করে।
থান্ডেল সিনেমার ট্রেলারটি ২ মিনিট ২৩ সেকেন্ডের এবং এতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর চরিত্রগুলোর মধ্যে গভীর সম্পর্ক এবং আবেগী মুহূর্তগুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। ট্রেলারটি দেখেই বোঝা যায়, গ্রামের লোকজন তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে। এরই মধ্যে, নাগা চৈতন্য চরিত্র রাজু মাছ ধরার জন্য পাকিস্তানের জলসীমায় প্রবেশ করলে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ে এবং তাকে পাকিস্তানী বাহিনী আটক করে।
তবে, রাজু বিদেশের মাটিতে আটক থাকলেও তার দেশপ্রেমে অটল থাকে এবং একসময় সে একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়। সিনেমার কাহিনী এইভাবে এগিয়ে যায়, যা দর্শকদের কাছে চমৎকার এক অভিজ্ঞতা প্রদান করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
এই সিনেমায় নাগা চৈতন্য এবং সাই পল্লবী ছাড়াও আরও অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেক। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ সিনেমার পর নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি আবার পর্দায় ফিরে এসেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন শেখর কামুলা এবং ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল।
অধিকাংশ সিনে-বিশ্লেষক মনে করছেন, ‘থান্ডেল’ সিনেমাটি বক্স অফিসে সফল হবে এবং দর্শকরা দীর্ঘ সময় পর এই জুটির সাথে আবারো পরিচিত হয়ে উচ্ছ্বসিত।