যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে বুধবার (২৯ জানুয়ারি) রাতে একটি যাত্রীবাহী বিমান এবং মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ পেয়েছেন, তবে কোনো জীবিত ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যান বিমানবন্দরটির দিকে যাওয়ার সময় মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, বিমানে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন। তবে, কতজনের প্রাণহানি ঘটেছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় যুক্ত একটি হেলিকপ্টার মার্কিন সেনাবাহিনীর ছিল এবং সেখানে তিনজন সেনা কর্মী ছিলেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজও দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন দ্রুত অনুষ্ঠিত হবে, যেখানে দুর্ঘটনার কারণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। এখন পর্যন্ত, বিমানবন্দর থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে।
এটি যদি নিশ্চিত হয় যে, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে, তবে এটি আমেরিকান কমার্শিয়াল এয়ারলাইন্সের ইতিহাসে ২০০৯ সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হতে পারে।