বাশার আল আসাদ এবং তার পরিবার দীর্ঘ ৫৪ বছর ক্ষমতায় থাকার পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া সরকারের পতন ঘটায়। ১২ দিনের এক তীব্র অভিযান শেষে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়, যার ফলে আসাদ সরকার পতিত হয় এবং তার রাজনৈতিক দল বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকার ঘোষণা করেছে, বিদ্রোহী নেতা আহমেদ আল শারা, যিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামে পরিচিত, তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন সরকারের সামরিক প্রশাসনের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানিয়েছেন, আসাদ সরকারের অধীনে থাকা সকল সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে।
গত ২০১১ সালে সিরিয়ায় আরব বসন্তের ঢেউ পৌঁছানোর পর বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। যার ফলস্বরূপ দেশে গৃহযুদ্ধ শুরু হয়। আসাদ সরকারের কর্তৃত্ববাদী শাসন এবং দমন-পীড়ন জনবিক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়ায়। ২০২৫ সালের ২৭ নভেম্বর, বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে এবং ৫ ডিসেম্বর হা-কে, ৭ ডিসেম্বর দামেস্কে হামলা চালিয়ে দেশের সরকার পতন ঘটে।
এর পর, ৮ ডিসেম্বর আসাদ রাশিয়ায় পালিয়ে যান এবং সরকার আর কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। এখন সিরিয়ার ডি ফ্যাক্টো সরকার নতুন সংবিধান প্রণয়ন এবং অস্থায়ী আইন পরিষদ গঠন করবে, যা আসাদ শাসনের শূন্যতার সময় কার্যকর হবে।