মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার ( ২৯ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারিক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ ও প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।