বগুড়া শহরের চেলোপাড়ায় রঙ্গন আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাষীবাজার এলাকায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রঙ্গন আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায় দীর্ঘ চার বছর ধরে রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন প্রতিষ্ঠানটির মালিক।
তিনি আরও বলেন, ‘ফ্যাক্টরিটির উৎপাদিত আইসক্রিমে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার করা হচ্ছিল না। এমনকি খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করা হচ্ছিল যা শিশুসহ সকল ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য মুছলেকা নেয়া হয়।’
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
বগুড়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
- বগুড়া প্রতিনিধি
- আপডেট সময় ০৭:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- ৯৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ