চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৯ মার্চ) বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই।
এর আগে, গত বুধবার (২৬ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরকালে শুক্রবার (২৮ মার্চ) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এছাড়াও, সফরে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এসব চুক্তির মধ্যে রয়েছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়।
সফরের শেষ দিনে শনিবার (২৯ মার্চ) চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার এ সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।