টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে নবাগত রোভার সহচরদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯) জানুয়ারি) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় অত্র কলেজের ভিতরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাবুঁবাসে অংশগ্রহণকারী ৪৮ জন রোভার সহচরদের দীক্ষা গ্রহণের মাধ্যমে রোভার স্কাউটিং-এ প্রবেশ করে।
এ সময় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা ও সভাপতি গ্রুপ কমিটি এবং তাবুঁবাস পরিদর্শক করেন বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার সাবেক ডি আর এস এল মো. জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ জনাব মো. আনোয়ার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বিশেষ ব্যক্তিত্ব প্রফেসর মো. নজরুল ইসলাম (এলটি) অধ্যক্ষ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ ঢাকা, গার্লিন রোভার আর এস এল ইউনিট লিডার মেহেরুন্নেসা। দীক্ষা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রুপ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আত্মশুদ্ধি ভোর ছয়টায়, অতিথিদের তাবু পরিদর্শন, আসন গ্রহণ, ইউনিট স্কাপ পরিধান, নবাগত রোভার সহচরদের দীক্ষা প্রদান, সঙ্গীতানুষ্ঠান এ সকল কিছু যথাসময়ে পালন করা হয়।
নবদীক্ষাপ্রাপ্ত গার্লিন রোভার রাত্রি আক্তার ও নয়ন সূত্রধর এর কাছে দীক্ষা অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, স্কাউটিং কার্যক্রম যে এত আনন্দদায়ক ও মজার আগে জানতাম না। জানলে অবশ্যই অনেক আগেই স্কাউট আন্দোলনে যোগ দিতাম। তবে ভালো লাগার বিষয় দেরিতে হলেও স্কাউট আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পেরেছি এতেই খুশি।
প্রধান রোভার স্কাউট লিডার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি স্কাউট আন্দোলন ও রোভারদের স্কাউটিং কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, স্কাউট আন্দোলনের মূল মন্ত্র হলো সেবা করা। আমাদের রোভাররা অত্যন্ত আন্তরিকতার সহিত নিঃস্বার্থভাবে সেই সেবামূলক কাজটাই করে থাকে। তিনি নবদীক্ষাপ্রাপ্ত স্কাউট রোভারদের শুভকামনা জানান।