মানিকগঞ্জের দৌলতপুরে ঐতিহ্যবাহী উলাইল মডেল হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুর রহমান তালুকদার।
উদ্বোধনের পর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসানুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুর রহমান তালুকদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম, মো. মইনুল ইসলাম উপজেলা মাধ্যমিক সুপারভাইজার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।