নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ইউনিয়নের দক্ষিণ তরনীবাড়ী যমুনাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উদ্দীপ্ত তরুণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘ চার বছর ধরে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ নানা সহযোগিতা প্রদান করে সংগঠনটি ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহীম সুজন, অর্থ সম্পাদক হাফেজ মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন ইসলাম, আব্দুল মোতালেবসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও সার্বিক সহযোগিতায় অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন মহতী উদ্যোগ আরও সম্প্রসারিত হলে নীলফামারীর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।