দিনাজপুরের ফুলবাড়ীতে ‘নিরাপদ সড়ক চাই’ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় ক্যাফে টঙ এ এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্বে ফুলবাড়ী থানা পুলিশকে সাথে নিয়ে সংগঠনের সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের সঙ্গে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিতে ঘন্টাব্যাপী দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, নিরাপদ সড়ক চাই এর সদস্য হাফেজ এন্তাজুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আরমান হক খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক এ এম শাহেদ ইসলাম, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাসহ নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যবৃন্দ, ফুলবাড়ী থানার সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আমন্ত্রণে ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক।