বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ এবারের আসরের অন্যতম বিতর্কিত দল হয়ে দাঁড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। তাদের কারণে বিপিএল অনেকটা বিতর্কের মুখে পড়েছে।
খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করার কারণে বিদেশি খেলোয়াড়রা ম্যাচ বর্জন করেছে এবং স্থানীয় ক্রিকেটাররা হাসিমুখে চেক হাতে ছবি দিলেও সেই চেক বাউন্স হওয়ার ঘটনায় আরও একবার মুখ পুড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজশাহীর মালিক দাবি করেছেন যে, তারা সবসময় খেলোয়াড়দের বোনাস দেন। তবে তার ঘোষণার পরই দেশী ক্রিকেটারদের দেয়া চেক বাউন্স হয়ে যায়। রাজশাহীর এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে বলেছেন, ‘চেক আবার বাউন্স করছে। যাদেরকেই দিয়েছিল সবারটা বাউন্স করল। মালিক আমাদের সাথে কি করছে বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আজকে বসব, এরপর সিদ্ধান্ত নেব। এভাবে তো চলতে পারে না, আগে টাকা তো পাই।’
এদিকে রাজশাহীর মালিকের মন্তব্যের পরেও শঙ্কা থেকে যাচ্ছে, কীভাবে পরবর্তী ম্যাচগুলো খেলা সম্ভব হবে যদি খেলোয়াড়দের পারিশ্রমিকই পরিশোধ না হয়।
দুর্বার রাজশাহী, যদিও বিপিএল লিগ পর্বের ১২ ম্যাচের সবকটি খেলে ১২ পয়েন্ট অর্জন করেছে, কিন্তু প্লে-অফে যেতে তাদের অপেক্ষা করতে হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ফলাফলের দিকে। বর্তমানে চিটাগং কিংস ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং খুলনা টাইগার্স ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।
বিপিএলকে বিতর্কের মধ্যে ফেলে দিয়ে দুর্বার রাজশাহী কতটা টিকে থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তাদের আচরণে বিপিএল প্রেমীরা হতাশ।