রানিং স্টাফদের সঙ্গে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্মীদের কর্মবিরতি। এ পরিস্থিতিতে সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সঙ্গে রানিং স্টাফদের প্রতিনিধি দল বৈঠক করেন, তবে কোনো সুরাহা হয়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা আমাদের কর্মবিরতিতে অনড় রয়েছি।”
রানিং স্টাফদের বেতনের সঙ্গে অবসর ভাতাসহ বিভিন্ন দাবি পূরণের জন্য সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এই অবস্থায় রেলপথ মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে।
এ ঘটনায় সারা দেশে যাত্রীদের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তবে রেলপথ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা হিসেবে বাস সার্ভিস চালু করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।