যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সে অনুযায়ী অভিবাসী ধরপাকড়ের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ১,১৭৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত রোববার ৯৫৬ জন গ্রেপ্তার হওয়ার পর এ গ্রেপ্তারের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ফলে এ অভিযান চলছে।
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৬০০ জনে। মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি একটি সফলতার সূচনা হিসেবে দেখছে।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর গত ২০ জানুয়ারি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সেখানে দেড় হাজার সেনা মোতায়েনের নির্দেশ দেন। আগামী দিনগুলোতে আরও সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যার ফলে অবৈধ অভিবাসীদের ধরপাকড় আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের নির্বাসন শুরু হয়ে গেছে। ব্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও ভেনেজুয়েলা থেকে বেশ কয়েকজন অভিবাসী বিমানে করে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর কাছ থেকে একটি বড় ধাক্কা খেয়েছেন। মেক্সিকো তার প্রশাসনের কাছে একটি সামরিক বিমান অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করেছে। এর আগে, গুয়েতেমালায় তিনটি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছিল, তবে মেক্সিকোতে সে ধরনের অনুমতি পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন মেক্সিকোতে একটি সি-১৭ পরিবহন বিমান অবতরণের জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু মেক্সিকো তা অস্বীকার করেছে।