বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করআ হয়েছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।
জয়নাল আবদীন মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা।
সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ তুলে ধরা হয়।