বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৮ অক্টোবরের গণহত্যা পূর্বপরিকল্পিত ছিল। রবিবার (২৭ অক্টোবর) তিনি এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে সন্ত্রাসী তাণ্ডব চালায়। ওইদিন জামায়াতে ইসলামীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি জনসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, “সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল, কিন্তু হঠাৎ করে ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা পল্টন এলাকায় হামলা চালাতে শুরু করে। জামায়াতের সমাবেশে হামলা চালানো ছিল তাদের আসল লক্ষ্য।”
ডা. শফিকুর রহমান আরও জানান, হামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত হন এবং সহস্রাধিক আহত হন। তিনি বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।”
তিনি ২৮ অক্টোবরের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান এবং বলেন, “বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে, ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করা হোক।”
ডা. শফিকুর রহমান নিহতদের স্মরণে দোয়ার আহ্বান জানান এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারকে গভীর সমবেদনা জানান।