ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে থাপ্পড়ের জেরে মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাহবুব ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। তিনি ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামের ভাতিজা।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতা মো. শামসুল ইসলামের ভাতিজা পৌর শহরের আইনঙ্গন এলাকার ত্রীমোড় বাজারে চাঁনমিয়ার চটপটির দোকানে চটপটি খেতে যান। এ সময় চটপটিতে বেশি টক দেওয়ার অভিযোগে ওই বিএনপি নেতার ভাতিজা মো. মাহবুব আলম চটপটি দোকারদারকে থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে আইনঙ্গন এলাকার বাসিন্দা মো. বজলুর রহমান এলোপাতাড়িভাবে থাপ্পড় ও ঘুষি মেরে মাহবুবকে গুরুতর আহত করে। এরপর তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। মরদেহের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান বাংলাদেশ সময়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, চটপটি খাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা শামসুল ইসলামের ভাতিজাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে উপস্থিত জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ বিষয়ে ধামরাই থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।