চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে দুই দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহতও হয়েছেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের থেকে জানা যায়, কলেজ ক্যাম্পাসে কিছুদিন আগে খোরশেদ আলম নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে শিবির। ওই ঘটনায় তারা অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত থাকা আশরাফ নামে আরেক ছাত্রদল কর্মীকে দুপুরে ক্যাম্পাস থেকে আটক করে শিবির গোপন আস্তানায় নিয়ে যায়। এ খবর পাওয়ার পর তারা চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মুজাহিদুল ইসলামকে ফোন করেন। অধ্যক্ষ লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য তাদের ক্যাম্পাসে ডেকে পাঠান। কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা বিকালে অধ্যক্ষের কাছে অভিযোগ দেন।
নেতাকর্মীরা আরও জানান, তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলে বের হওয়ার পর পর শিবিরের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে। অধ্যক্ষকে কেন বিচার দিতে এসেছে তার জবাব চায়। এক পর্যায়ে তারা ক্যাম্পাসের প্রধান গেট বন্ধ করে দিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। ক্যাম্পাসে যাতে ছাত্রদল কোনো ধরনের কর্মসূচি পালন না করে সে জন্যও শাসিয়ে দেয়।