গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি এলাকায় চুরির অপবাদে শরীরে গরম পানি ঢেলে বিএনপির নেতার নির্যাতনে এক রাজমিস্ত্রির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হাসান লিটন গাজীপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
মৃত যুবকের নাম মো. ইসরাফিল (২৪)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. নাসিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
অভিযুক্ত মো. কামরুল হাসান লিটন (৪৫) উপজেলার শৈলাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ভুক্তভোগী রাজমিস্ত্রিকে বসতবাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর শৈলাট মেডিকেল মোড় স্কুলমাঠে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে রাজমিস্ত্রির দুই পা ভেঙে দেয়।
এরপর অভিযুক্তরা কোমরের নিচে গরম পানি ঢেলে দেয়। তাতে পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ফোসকা পড়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ইসরাফিলের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাঁর কাছ থেকে বিএনপির নেতা জোরপূর্বক নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে সই স্বাক্ষর নিয়ে তাঁর কাছে গুরুতর আহত ছেলেকে তুলে দেয়। এ বিষয়ে মুখ না খুলতে হুমকি দেয় অভিযুক্ত বিএনপির নেতা।
ভুক্তভোগী ইসরাফিলের বাবা মো. নাসির বলেন, ‘আমার ছেলে সারাদিন রাজমিস্ত্রির কাজ করে। বাসায় সারারাত ঘুমিয়ে সকালে ওঠার পরপর অভিযুক্তরা এসে আমার ছেলেকে ডেকে নিয়ে স্কুল মাঠে নির্যাতন করে। এমন অমানবিক নির্যাতনের বিচার চাই। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু পুলিশ এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। মারধরের ঘটনায় ১৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার ছেলে মারা গেছে।’
ইসরাফিলের মৃত্যুর পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হাসান লিটন পলাতক রয়েছেন। তবে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করে গত ১৬ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ‘আমি কাউকে নির্যাতন করিনি।’
সে সময় মেডিকেল মোড় মসজিদে নববীর সভাপতি সাহিদুজ্জামান জলিল বলেন, এলাকায় প্রায় সময় মসজিদ ও বাসাবাড়ির পাম্প চুরি হচ্ছে। স্থানীয়রা ওই ছেলেকে আটক করেছিল। এরপর মসজিদের চুরি হওয়া আইপিএসের ব্যাটারি দিবে বলে স্বীকৃতি দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। তবে নির্যাতনের বিষয়টি তাঁর জানা নেই।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাক আহমেদ জানান, ইসরাফিল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, নির্যাতনের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূর্বের দেওয়া লিখিত অভিযোগের তদন্ত করা হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
চুরির অপবাদে গরম পানি ঢেলে ‘বিএনপি নেতার’ নির্যাতনে রাজমিস্ত্রির মৃত্যু
- শ্রীপুর প্রতিনিধি
- আপডেট সময় ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ