সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২৭ মার্চ) মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মোল্লা, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি তপন কুমার বিশ্বাস, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ, সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।