বাংলাদেশি খ্যাতনামা আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল এবং সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজানের মধ্যে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অপরাহ্নে সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় তারা একে অপরের খোঁজ-খবর নেন এবং সুশাসন, মানবাধিকার, সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গাজী কামরুল ইসলাম সজল ঢাবির সাবেক তুখোড় ছাত্রনেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুখ্যাত আইনজীবী।
অপরদিকে, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান হলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি উপাচার্য, যিনি ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এছাড়াও প্রফেসর ড. মিজান একজন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবক।
সৌজন্য সাক্ষাতে তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করেন।