চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানমকে চট্টগ্রামের সকল সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকরা।
পরিষদের আহবায়ক কে এম রুবেলের নেতৃত্বে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন সেন, ফোরকান সিকদার, মোশারফ হোসেন, মোঃ জাকির হোসেন, আমিনুল ইসলাম, আখতার হোসেন, মোঃ মাসুম, আলামিন, সাইফুর রহমান সাইফুল, আরাফাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয় এবং নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিক নেতৃবৃন্দদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।