কিশোরগঞ্জের বাজিতপুরে মরহুম আলহাজ্ব আবু তাহের মিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে বসন্তপুর গ্রামে মরহুমের বাসভবনে এ আয়োজনের ব্যবস্থা করেন তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আমিরুল হোসেন সুজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজামান, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার, বাজিতপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক শাহীন আলম, বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু, বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক ও সহ-সভাপতি মো. ফারুক প্রমুখ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ এ আয়োজনে অংশ নেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাজিতপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার।