ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার লালপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ নারীসহ আহত ১০, আশঙ্কাজনক ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার বগুড়ায় করতোয়া নদীর ধারে মুখ ঝলসানো অর্ধগলিত লাশ পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩জন আহত বগুড়ায় ‘লাশ উত্তোলনের নামে’ প্রতারণা, তিন ভাই গ্রেপ্তার সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন পাংশায় বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা কাবিখা প্রকল্পে কাগজে কলমে উন্নয়ন, মাঠে দুর্নীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবসে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২৬ মার্চ)  দুপুরে শহরতলীর পুলেরহাটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশো কেজির অধিক পরিমাণ মাছের পোনা ছাড়া হয়। পরবর্তীতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হকসহ অন্যান্যরা।

মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমী এবং অনুকরণীয় বললেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসে গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে আদ্-দ্বীন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মকান্ডে অংশ নেওয়ার আহবান জানান। এতে সাধারণ মানুষ এবং জেলেরা এসব স্থান থেকে মাছ সংগ্রহ করে খেতে পারবে।

জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নদীতে প্রতি বছর মাছের পোনা ছাড়া হয় বলে জানালেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকি রোধে আমরা সচেষ্ট রয়েছি।

হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম ও আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের নদীগুলো মৃতপ্রায়। সরকারের উচিত এগুলো খনন করে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার

Verified by MonsterInsights

মহান স্বাধীনতা দিবসে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল

আপডেট সময় ০৮:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২৬ মার্চ)  দুপুরে শহরতলীর পুলেরহাটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশো কেজির অধিক পরিমাণ মাছের পোনা ছাড়া হয়। পরবর্তীতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হকসহ অন্যান্যরা।

মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমী এবং অনুকরণীয় বললেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসে গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে আদ্-দ্বীন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মকান্ডে অংশ নেওয়ার আহবান জানান। এতে সাধারণ মানুষ এবং জেলেরা এসব স্থান থেকে মাছ সংগ্রহ করে খেতে পারবে।

জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নদীতে প্রতি বছর মাছের পোনা ছাড়া হয় বলে জানালেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকি রোধে আমরা সচেষ্ট রয়েছি।

হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম ও আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের নদীগুলো মৃতপ্রায়। সরকারের উচিত এগুলো খনন করে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা।