রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৬ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআরটি লাইন-১ প্রকল্পের জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের কাজের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ভবিষ্যতে এ ধরনের পাইপলাইন স্থানান্তর সংক্রান্ত কাজের জন্য গ্রাহকদের আগেভাগে সতর্ক করার পাশাপাশি দ্রুততার সঙ্গে কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছে তিতাস গ্যাস।