মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় গার্ড অব অনার প্রদান করে।
স্বাধীনতা দিবসের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সকলে একসঙ্গে জাতির বীর সন্তানদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।