বিকট শব্দে দিনে দুপুরে কেঁপে উঠল বেনাপোল চেকপোস্ট এলাকা। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১.৩০টার সময় চেকপোস্টের আন্তর্জাতিক বাস টার্মিনাল গেটে দুই মোটরসাইকেল আরোহী বোমা বিস্ফোরন ঘটিয়ে ছিটকে পরে।
স্থানীয়রা জানায় হেলমেট পরিহিত দুইজন মুখে মাস্ক পরা মোটর সাইকেল আরোহী চেকপোস্ট বাস টার্মিনাল গেটে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে চারিদিকে লোকজন ছুটাছুটি করতে থাকে। ইজিবাইক এর স্ট্যান্ড এর পিছনে এবং বিজিবি চেকপোস্ট থেকে মাত্র ১০০ গজ দুরে এ শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়।
বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া বলেন এরকম কোনো ঘটনা তিনি শুনেননি। তবে এরকম ঘটনা ঘটলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।