ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আল আমিন ফকির ডালিম নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডালিম উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ডা. এরশাদ মিয়ার ছেলে। সে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা থাকায় আল আমিন ফকির ডালিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।